চীনে শুরু এসসিও সম্মেলন, যোগ দিয়েছেন ২০ দেশেরও বেশি নেতা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯

চীনের তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলন। আজ সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ২০টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করেছেন।
লাইভ ফুটেজে দেখা যায়, শি, পুতিন ও মোদি একসঙ্গে হাঁটছেন এবং নিজেদের মধ্যে কথা বলছেন। শি জিনপিং আঞ্চলিক নেতাদের ঠাণ্ডা যুদ্ধের মানসিকতা পরিত্যাগ এবং শান্তিপূর্ণ নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্ব ক্রমবর্ধমান জটিল হয়ে উঠছে, তাই সদস্য রাষ্ট্রগুলোকে কঠিন নিরাপত্তা ও উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সম্মেলনে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা জোরদার করা এবং আন্তর্জাতিক ব্যবস্থায় বিকল্প নিরাপত্তা ব্লক তৈরির গুরুত্বেও গুরুত্বারোপ করা হয়। চীনে শুরু হওয়া এই শীর্ষ সম্মেলন আন্তর্জাতিক মঞ্চে অঞ্চলের কৌশলগত পরিবর্তনের বার্তা দিচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।