গাজাকে ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করলো ইসরায়েল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০০

ইসরায়েলি সেনারা জানিয়েছে— গাজা শহরে আর কোনো কৌশলগত বিরতি থাকবে না। শহরের কেন্দ্রে বড় হামলার প্রস্তুতি চলছে। গত শুক্রবার আইডিএফ এক বন্দীর মৃতদেহ এবং আরেকজনের দেহাবশেষ উদ্ধার করে। এর পরপরই ঘোষণা আসে— গাজা এখন একটি দুর্ঘটনাপূর্ণ যুদ্ধক্ষেত্র।
এক মাস আগে আন্তর্জাতিক চাপের মুখে মানবিক কারণে প্রতিদিন ১০ ঘণ্টার বিরতি দিত ইসরায়েল। কিন্তু এখন সেই বিরতিও নেই। ত্রাণ বিতরণের কেন্দ্রও শহরের ভিতরে রাখা হবে না— ফলে মানুষ খাদ্যের জন্য বাইরে যেতে বাধ্য হচ্ছেন।
সীমান্ত ও শহরের কাছাকাছি এলাকায় বোমাবর্ষণ চলছে। এতে ফিলিস্তিনিরা শহরের গভীরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী— গাজা শহরে এক বর্গকিলোমিটারে মানুষের ঘনত্ব ৬০ হাজারে পৌঁছেছে।
উত্তর গাজার হামাদ হাসপাতাল জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ১১ জন নিহত এবং আরও ১০০ জন আহত হয়েছেন। তারা সবাই ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।