ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করল বেলজিয়াম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৮
 
                                        জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এক্সে পোস্ট করে জানান—বেলজিয়াম শুধু স্বীকৃতিই দেবে না, ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞাও কার্যকর করা হবে।
এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অধিকৃত বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি লেনদেন পুনর্মূল্যায়ন।
এর আগে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বেলজিয়ামের এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ হাজার ৪৫৯ এবং আহতের সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।