আলোচনা ভেস্তে যাওয়ায় বাড়ছে হামলা-পাল্টা হামলার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৩:২৫

সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের আলোচনা ভেস্তে গেলো। দুই দেশের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার শঙ্কা বাড়ছে।

শুক্রবার (৭ নভেম্বর) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আলোচনা পুরোপুরি স্থগিত হয়েছে এবং নতুন করে কোনো তারিখ ঠিক হয়নি।

গত মাসে প্রাণঘাতী হামলার পর উত্তেজনা কমাতে তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনা হলেও শেষমেশ কোনো চুক্তিতে সম্মত হতে পারেনি উভয় পক্ষ।

খাজা আসিফ বলেছেন, আলোচনা একটি অনির্দিষ্ট অচলাবস্থার ধাপে প্রবেশ করেছে। মধ্যস্থতাকারী তুরস্ক ও কাতারকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন।

পাক মন্ত্রীর দাবি, আফগান প্রতিনিধিরা তাদের অবস্থানকে সমর্থন করলেও লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ছিলেন না। পাকিস্তান কেবল আনুষ্ঠানিক ও লিখিত চুক্তিই গ্রহণ করতে চায়।

তিনি বলেন, আফগানিস্তান চেয়েছিল মৌখিক আশ্বাস গ্রহণ করা হোক, যা আন্তর্জাতিক আলোচনায় সম্ভব নয়। পাকিস্তানের অবস্থান দৃঢ় এবং স্পষ্ট। তাদের একমাত্র দাবি হলো— আফগানিস্তানকে নিশ্চিত করতে হবে যে, তার মাটি পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করা হবে না।

আলোচনা ভেস্তে যাওয়ায় দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top