শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ফিলিপাইনে নতুন টাইফুনের হুমকি, কালমায়েগির রেশ কাটতে না কাটতেই সতর্কতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৮:০৭

সংগৃহীত

ফিলিপাইনের ওপর শক্তিশালী টাইফুন কালমায়েগির ধাক্কা কাটতে না কাটতেই দেশটির দিকে ধেয়ে আসছে আরেকটি ভয়ঙ্কর টাইফুন ‘ফুং-অং’। গত সপ্তাহে কালমায়েগির তাণ্ডবে ফিলিপাইনে ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, রাস্তা ও গাছপালা ভেঙে পড়েছে।

কালমায়েগির পর উদ্ধার অভিযান শুরু হয়েছিল। তবে শনিবার (৮ নভেম্বর) থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন উদ্ধারকাজের বদলে মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ‘ফুং-অং’ টাইফুনটি উপকূলে আঘাত হানার আগে সুপার টাইফুনে রূপ নিতে পারে। নতুন এই ঝড়টির আকার এত বড় যে পুরো ফিলিপাইনকে ঢেকে ফেলতে পারে। তাই উপকূল ও নিম্নাঞ্চলের মানুষকে এখনই নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়েছে। জরুরি আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

কালমায়েগির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল সিবু প্রদেশ। মৃতদের শেষ বিদায় জানানো হয় সারি সারি কফিনে রাখা মরদেহের পাশে।

এখনও প্রায় ১০০ মানুষ নিখোঁজ রয়েছেন। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা সরকারি আশ্রয়কেন্দ্রে বা আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

ফিলিপাইনের স্থানীয় প্রশাসন সতর্ক করেছে, ‘ফুং-অং’ আরও বড় ধ্বংসসাধক ঝড় হতে পারে, তাই সতর্কতা অবলম্বন করা আবশ্যক।

সূত্র: আলজাজিরা

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top