রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সুপার টাইফুন ফাং-ওয়াং ধেয়ে আসছে ফিলিপাইনে, লক্ষাধিক নিরাপদ আশ্রয়ে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৩:১২

সংগৃহীত

ফিলিপাইনের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফাং-ওয়াং এখন প্রবল শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে পরিণত হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কর্তৃপক্ষ ইতোমধ্যে লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাতে লুজনের অরোরা প্রদেশে এটি আঘাত হানতে পারে। সুপার টাইফুন ফাং-ওয়াংয়ের বাতাসের গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার এবং দমকা হাওয়া ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এর প্রভাবে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ পাঁচ নম্বর বিপদসংকেত জারি করা হয়েছে, এমনকি রাজধানী ম্যানিলাতেও তিন নম্বর বিপদ সংকেত কার্যকর রয়েছে। দুর্যোগের সতর্কতার জন্য ইতোমধ্যে তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

পূর্ব ভিসায়াসের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এবং কোস্টগার্ডের তত্ত্বাবধানে কামারিনেস সুর-সহ বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

মাত্র কয়েকদিন আগেই টাইফুন ‘কালমেগি’ দেশটিতে আঘাত হেনে অন্তত ২০৪ জনের প্রাণহানি ঘটিয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top