ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:২৩
ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’, যা ইতোমধ্যেই সুপার টাইফুনে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চল থেকে ১ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) দিনের শেষের দিকে ফাং-ওয়ং স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে ফিলিপাইনের আবহাওয়া দফতর।
রয়টার্স জানিয়েছে, টাইফুনটির কারণে প্রবল বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে।
লুজন দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা সংকেত ৫ জারি করা হয়েছে, আর রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকায় রয়েছে সংকেত ৩।
আবহাওয়া বিভাগ জানায়, সুপার টাইফুন ফাং-ওয়ং বর্তমানে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে স্থিতিশীল বাতাস এবং ২৩০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া নিয়ে এগোচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, এটি রোববার রাতেই মধ্য লুজনের অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে।
এদিকে, ফিলিপাইন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে, কয়েকদিন আগেই টাইফুন কালমেগি ফিলিপাইনে আঘাত হেনে ভয়াবহ ক্ষতি সাধন করে। সে সময় প্রায় ২০০ জনের মৃত্যু, ৩০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং শতাধিক হাসপাতাল, স্কুল ও বিদ্যুৎ–যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়।
সরকার ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং স্থানীয়দের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সোমবারের ক্লাসও বাতিল বা অনলাইনে স্থানান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: সামা টিভি, রয়টার্স
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।