সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৭:৫৭
সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অভিযোগে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির সরকারি বার্তাসংস্থা এসপিএ রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের অবকাঠামোতে হামলার পরিকল্পনা করেছিল। তবে তারা কখন ও কোথায় হামলার চেষ্টা করেছিল, তা নিশ্চিত করা যায়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিচার প্রক্রিয়া শেষে আদালতের রায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবে রাজনৈতিক দল বা সশস্ত্র সংগঠন গঠন ও তাতে যোগ দেওয়া আইনত নিষিদ্ধ। সরকারের বিরুদ্ধে কোনো ধরনের বিক্ষোভ বা সংগঠন পরিচালনা করলে তার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা সত্ত্বেও সৌদি আরবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মৃত্যুদণ্ডের হার তুলনামূলক বেশি বলে উল্লেখ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।