সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

বিতর্কের মুখে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৫৫

সংগৃহীত

সংবাদ পরিবেশনায় পক্ষপাত ও নানা বিতর্কের জেরে পদত্যাগ করলেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি'র মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। রোববার (৯ নভেম্বর) তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

এই পদত্যাগের মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করার গুরুতর অভিযোগ। ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ মেমোর মাধ্যমে জানা যায়, প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পের দুটি বক্তব্যের মধ্যে ৫৪ মিনিটের ব্যবধান থাকলেও তা একসাথে জুড়ে দেওয়া হয়েছিল।

হোয়াইট হাউস থেকে বিবিসিকে 'শতভাগ ভুয়া সংবাদমাধ্যম' আখ্যা দেওয়া হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবিসিকে 'বামপন্থি প্রপাগান্ডা মেশিন' বলেও সম্বোধন করেছেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে প্রচার করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়েছে বিবিসি।

টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন, কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।

এই দুই শীর্ষ কর্তার পদত্যাগের পরও ব্রিটিশ এই গণমাধ্যমটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই গেল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top