থ্যালাসেমিয়া আক্রান্ত মেয়ের পাশে থাকার জন্য চীনের এক বাবার হৃদয়বিদারক চেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৬:৪৮
চীনের সিচুয়ান প্রদেশের এক কৃষক জাং লিয়ং-এর জন্য সবচেয়ে বড় দুঃখ হলো নিজের সন্তানকে হারানো। তার ছোট মেয়ে, জাং জিন লেই, মাত্র দুই মাস বয়সে থ্যালাসেমিয়া নামে রক্তের রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে শরীর স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন তৈরি করতে পারে না।
জাং লিয়ং-মেয়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিজের সমস্ত সম্পদ হারিয়েছেন এবং বড় ঋণগ্রস্ত হয়েছেন। "আমরা অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, কিন্তু আর কেউ ঋণ দিতে চায়নি," বলেন তিনি।
মেয়ের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল চিকিৎসার অভাবে। কিন্তু তার বাবা-মায়ের রক্তও মেয়ের জন্য উপযুক্ত নয়। চিকিৎসকেরা জরুরি অপারেশনের প্রয়োজন বললেও অর্থের অভাবে সেটি সম্ভব হচ্ছিল না।
সর্বশেষ, জাং লিয়ং এক ভয়াবহ সিদ্ধান্ত নেন। তিনি মেয়েকে নিয়ে প্রতিদিন প্রস্তুতকৃত কবরের পাশে সময় কাটাতে শুরু করেন। মাটি এবং কবরের পাশে শুয়ে তারা খেলা করত। জাং লিয়ং বলেন, "আমি কেবল এটিই করতে পারি, প্রতিদিন তার পাশে থাকতে পারি। এখানেই সে শান্তিতে বিশ্রাম করবে।"
জাং লিয়ং-এর এই গল্প চীনের অনেক নেটিজেনের হৃদয় ছুঁয়ে গেছে। স্থানীয়রা অর্থ সংগ্রহে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। উক্ত ঘটনাটি ২০১৭ সালের।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।