লাদাখে নতুন নিয়োমা বিমানঘাঁটি চালু, সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর ক্ষমতা বাড়লো
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৮
ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখ অঞ্চলে নতুন মুধ-নিয়োমা বিমানঘাঁটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বুধবার ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপিসিং সিং নিজেই সি-১৩০জে ‘সুপার হারকিউলিস’ পরিবহন বিমানে ঘাঁটিতে অবতরণ করে ঘাঁটির কার্যক্রমের সূচনা করেন। খবরটি জানিয়েছে এনডিটিভি।
প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ঘাঁটিটি চীন সীমান্তের (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) মাত্র ২৫ কিলোমিটার দূরে। এর অবস্থানগত গুরুত্বের কারণে এটি ভারতের উত্তর সীমান্তে সামরিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
নতুন এই ঘাঁটিটি যোদ্ধা বিমান, হেলিকপ্টার এবং ভারী পরিবহন উড়োজাহাজের জন্য ব্যবহারযোগ্য। এর ফলে সীমান্ত এলাকায় দ্রুত সেনা মোতায়েন, রসদ পরিবহন এবং জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম আরও কার্যকরভাবে সম্পন্ন করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রা। প্রকল্পটির নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন, যার ব্যয় হয়েছে প্রায় ২১৮ কোটি রুপি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দুই বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন করে ঘাঁটিটি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। নিয়োমা বিমানঘাঁটির চালুর সঙ্গে লাদাখে মোট চারটি বিমানঘাঁটি সক্রিয় হলো। এর আগে লে, কারগিল এবং থোইস বিমানঘাঁটিগুলো চালু ছিল।
কারগিল ঘাঁটিটি অবস্থিত প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়।
নিয়োমা এখন পর্যন্ত লাদাখ অঞ্চলের উচ্চতম কার্যকর ঘাঁটি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর প্রায় সব বিমানঘাঁটি ও অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে অবকাঠামো উন্নয়ন চলমান। একই সঙ্গে দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটির উন্নয়নও অব্যাহত, যা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার বিমানঘাঁটি হিসেবে পরিচিত (১৬,৭০০ ফুটে) এবং চীন সীমান্তের কাছেই অবস্থিত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।