ইউরোপ-আফ্রিকার রাষ্ট্রদূতরা কাশ্মীর সফরে
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৫৩
জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন ইউরোপ ও আফ্রিকার রাষ্ট্রদূতরা। বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলটির জন্য মোদি সরকার কী কী কাজ করছে তা পর্যবেক্ষণ করবেন এসব রাষ্ট্রদূত।
ইন্ডিয়া টুডের বরাত দিয়ে জানা যায়, জম্মু-কাশ্মীরের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখবেন তারা। বুধবার বিদেশি রাষ্ট্রদূতদের এই সফর ঘিরে উপত্যকার নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। দুই দিনের সফরে সেখানে গেছেন তারা। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত হওয়ার পর সেখানকার আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ ওঠে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উপত্যকার রাজনৈতিক নেতাদের হয়রানি করার অভিযোগ তোলে বিরোধীদের একাংশ।
কাশ্মীরের মর্যাদা বাতিলের পর থেকে অশান্তির আশঙ্কা করে একের পর এক রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করে প্রশাসন, যা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। উপত্যকার বাম নেতার সঙ্গে দেখা করতে শীর্ষ আদালতে যেতে হয় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। শেষমেশ সর্বোচ্চ আদালতের অনুমতি নিয়ে কাশ্মীরের বাম নেতা ইউসুফ তারিগামীর সঙ্গে দেখা করতে যান ইয়েচুরি।
কাশ্মীর নিয়ে জাতিসংঘের মঞ্চে ভারত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পাকিস্তান। এর মধ্যেই কাশ্মীর ঘুরে দেখতে দুই দিনের সফরে গেছেন ইউরোপ ও আফ্রিকার রাষ্ট্রদূতরা। ইতিমধ্যে কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন হয়েছে।
কেন্দ্রীয় সরকারের দাবি, ব্লক উন্নয়ন পরিষদের নির্বাচন সফলভাবে সংঘটিত হয়েছে। এরপরেই উপত্যকার সার্বিক পরিস্থিতি দেখতে গেছেন ইউরোপ ও আফ্রিকার প্রায় ২০ জন রাষ্ট্রদূত। জানা গেছে, এবারের কাশ্মীর সফরে ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের সংখ্যাই বেশি। ফ্রান্স, ইতালি, স্পেন, ফিনল্যান্ডের মতো দেশের রাষ্ট্রদূতরা গিয়েছেন কাশ্মীরে।
এনএফ৭১/ফামি/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।