রাফার সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধাদের উদ্ধার সহায়তায় মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের আহ্বান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:১৫
গাজার রাফাহ অঞ্চলের সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধাদের নিরাপদে বের করে আনার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর সহযোগিতা চেয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংগঠনটি।
গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফার সুড়ঙ্গে হামাসের ১০০ থেকে ২০০ যোদ্ধা আটকে পড়ে। এর মধ্যে কয়েকজন সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করে। এই পরিস্থিতির পরই হামাস প্রথমবারের মতো সুড়ঙ্গে যোদ্ধাদের আটকে থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে।
হামাস তাদের বিবৃতিতে জানায়, “আমাদের যোদ্ধাদের জীবনের নিরাপত্তার জন্য ইসরায়েল সম্পূর্ণ দায়ী। আমাদের সন্তানরা যেন নিরাপদে ফিরে আসতে পারে, সে ব্যবস্থায় মধ্যস্থতাকারী দেশগুলো এগিয়ে আসুক।”
ইসরায়েল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রাফাহ সীমান্তে চলমান উত্তেজনা এবং সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।