ভারতে বিমান চলাচলে অভূতপূর্ব বিঘ্ন: এক দিনে ৫৫০-এর বেশি ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭
ভারতে বিমান চলাচলে ভয়াবহ বিঘ্ন ঘটেছে। দেশটির বিমান সংস্থা ইন্ডিগো এক দিনে ৫৫০টির বেশি ফ্লাইট বাতিল করেছে, যা ইতিহাসে সর্বোচ্চ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। ইন্ডিগো জানিয়েছে, ক্রু সংকট, নতুন নীতিমালা অনুসরণের পরিকল্পনাগত ত্রুটি এবং প্রযুক্তিগত সমস্যার সম্মিলিত প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে পূর্বনির্ধারিত কিছু ফ্লাইট বাতিল রাখা হচ্ছে, এবং আগামী দুই-তিন দিনে আরও কিছু ফ্লাইট বাতিল হতে পারে।
ইন্ডিগো দৈনিক প্রায় ২,৩০০ ফ্লাইট পরিচালনা করে থাকে। কিন্তু বুধবার সংস্থার অন-টাইম পারফরম্যান্স মাত্র ১৯.৭%, যা মঙ্গলবারের ৩৫% থেকেও কম।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) আজ ইন্ডিগোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সভার মূল উদ্দেশ্য ছিল সমস্যার উৎস শনাক্ত করা এবং দ্রুত সমাধান খুঁজে বের করা।
ইন্ডিগো সিইও পিটার এলবার্স কর্মীদের জানিয়েছেন, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা ও সময়নিষ্ঠতা পুনরুদ্ধার করা সহজ কাজ নয়।
পিটিআই জানিয়েছে, বাতিল ফ্লাইটের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা হলো: মুম্বাই ১১৮, বেঙ্গালুরু ১০০, হায়দরাবাদ ৭৫, কলকাতা ৩৫, চেন্নাই ২৬, গোয়া ১১, এছাড়া আরও বিভিন্ন বিমানবন্দর থেকেও ফ্লাইট বাতিলের খবর এসেছে।
ইন্ডিগোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নীতিমালা অনুযায়ী ক্রুর প্রয়োজন পূর্বানুমান ভুল ছিল। নভেম্বর ১ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালায় বিশেষ করে রাতের অপারেশনে ক্রু চাহিদা বেড়ে যায়। এতে রোস্টিং বদলে যায় এবং রাতের শিডিউলে অতিরিক্ত পাইলটের প্রয়োজন হয়। নীতিমালার মূল লক্ষ্য হলো পাইলটদের ক্লান্তি কমানো এবং নিরাপত্তা জোরদার করা।
ইন্ডিগো জানিয়েছে, নীতিমালা চালুর পর প্রয়োজনীয় পাইলটের সংখ্যা তাদের অনুমানের তুলনায় অনেক বেশি ছিল, যা এই ভয়াবহ ফ্লাইট বাতিলের কারণ হিসেবে কাজ করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।