ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল, সতর্ক করলেন তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫০
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরানকে আক্রমণের জন্য ইসরাইল বর্তমানে একটি ‘সুযোগ খুঁজছে’। এমন কোনো পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) তুর্কি সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান জানান, সাম্প্রতিক তেহরান সফরে তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে সম্ভাব্য ইসরাইলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তার ভাষায়, একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই ‘তিক্ত সত্য’ জানিয়েছেন। ফিদান বলেন, তিনি আশা করেন ইরান ভিন্ন কোনো কৌশলগত পথ বেছে নেবে, তবে বাস্তবতা হলো ইসরাইল বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও উত্তেজনা চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা ‘আর্মাডা’ পাঠাচ্ছেন। ওয়াশিংটনের এই হুমকির পর তেহরান থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইরানের ওপর যেকোনো ধরনের হামলাকে—ছোট বা বড় যাই হোক—‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে গণ্য করা হবে এবং তার কঠোরতম জবাব দেওয়া হবে।
২০২৬ সালের জানুয়ারিতে এসে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক তৎপরতা নতুন করে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। ইতোমধ্যে বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন, আঙ্কারা ইরানের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধী।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।