দুবাইতে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৩:৩৬
সংযুক্ত আরব আমিরাত বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা ‘স্বর্ণের রাস্তা’ নির্মাণের ঘোষণা দিয়েছে। এই স্বর্ণ সড়ক হবে দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টের মধ্যে, যেখানে খুচরা ও পাইকারি ব্যবসা, স্বর্ণ ও গহনার সব কার্যক্রম এক ছাদের নিচে মিলিত হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড ডিস্ট্রিক্ট’ চালুর সময় এই ঘোষণা দেয়।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট পরিচিত হবে ‘হোম অব গোল্ড’ হিসেবে। এখানে স্বর্ণ ও গহনা সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে সুগন্ধি, প্রসাধনী, লাইফস্টাইল এবং বিনিয়োগ ক্ষেত্রও অন্তর্ভুক্ত থাকবে।
সংযুক্ত আরব আমিরাত ২০২৪-২৫ সালে প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রফতানি করেছে। দেশের প্রধান স্বর্ণ বাণিজ্য অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। গোল্ড ডিস্ট্রিক্টে ইতিমধ্যেই জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান, তানিশক জুয়েলারির মতো বড় ব্র্যান্ড ব্যবসা শুরু করেছে। এছাড়া জুয়েলারি প্রতিষ্ঠান জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ২৪ হাজার বর্গফুটের শোরুম চালুর পরিকল্পনা জানিয়েছে।
ইথ্রা দুবাইয়ের সিইও ইসাম গালাদারি বলেন, “দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর এবং সম্ভাবনার এক অনন্য সংমিশ্রণ তৈরি করেছে।” আর অর্থনীতি ও পর্যটন বিভাগের আওতাধীন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের সিইও আহমেদ আল খাজা জানান, “দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে স্বর্ণ গভীরভাবে জড়িত। এই নতুন উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।