একই পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৫:২৯
মিয়ানমারে বিলিয়ন ডলারের অপরাধ সাম্রাজ্য পরিচালনার অভিযোগে চীনে একই পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চিনহুয়া এবং সিএনএনের প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী, মিং পরিবারের সদস্যদের হত্যা, জালিয়াতি, অবৈধ আটক ও অন্যান্য গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সম্প্রতি রায় কার্যকর করা হয়েছে।
মিং পরিবার উত্তর মিয়ানমারের কুখ্যাত ‘চার পরিবারের’ একটি ছিল। তাদের নেতৃত্বে সীমান্তবর্তী কোকাং অঞ্চলে ‘ক্রাউচিং টাইগার ভিলা’ নামের একটি অপরাধকেন্দ্র পরিচালিত হতো, যেখানে অনলাইন প্রতারণা, মাদক উৎপাদন ও পতিতাবৃত্তির মতো অপরাধ সংঘটিত হতো। চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী, এক সময় এই চক্রে প্রায় ১০ হাজার মানুষ জোরপূর্বক প্রতারণার কাজে বাধ্য করা হতো।
প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। পরে মামলাটি চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্টে যায়, যেখানে মূল রায় বহাল রাখা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে অভিযুক্তদের নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।
মিং পরিবারের প্রধান মিং শুয়েচাং আটক অবস্থায় আত্মহত্যা করেন। তার ছেলে মিং গুওপিং এবং নাতনি মিং ঝেনঝেনসহ ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পরিবারটি আরেক অপরাধচক্রের নেতা উ হংমিংয়ের সঙ্গে যোগসাজশে অন্তত ১৪ জন চীনা নাগরিকের মৃত্যু ঘটানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় অনলাইন প্রতারণা চক্রগুলো বছরে ৪৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।