বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৫:৩১

ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কৃষকদের আশ্বস্ত করে তারেক রহমান বলেন, “আমরা হিসাব-নিকাশ করেই সিদ্ধান্ত নিয়েছি আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।”

তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে।” রাজশাহীসহ উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “মায়েদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, তেমনি প্রত্যেক কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সরকারি সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় সহায়তা সরাসরি পাবেন।”

বক্তব্যে রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন,
“রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। আমরা এখানে আধুনিক হিমাগার নির্মাণ করব এবং উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপন করব।”

বেকারত্ব দূরীকরণে আইটি পার্ক সচল করা ও ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলার কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধ হোক বা ২৪-এর জুলাই আন্দোলন কখনোই ধর্ম দেখে লড়াই হয়নি। দেশ গড়ার সময়ও আমরা ধর্ম দেখব না, আমরা দেখব সে একজন বাংলাদেশি।”

নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে এটি ছিল তারেক রহমানের প্রথম জনসভা। তার আগমনকে ঘিরে মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়। জনসভা মঞ্চ থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

কর্মসূচি অনুযায়ী, রাজশাহী শেষে তিনি নওগাঁর এটিএম মাঠে বক্তব্য রাখবেন। পরে রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top