ইরাকের শীর্ষ শিয়া নেতার সঙ্গে পোপের বৈঠক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ০১:৪১

ইরাকের শীর্ষ শিয়া নেতার সঙ্গে পোপের বৈঠক

ইরাকের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সঙ্গে বৈঠক করেছেন ইরাক সফররত রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

শনিবার (০৬ মার্চ) নাজাফে এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।

শুক্রবার ৩ দিনের ইরাক সফরে গেছেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইরাকের খ্রিস্টানদের জন্য তার এই সফর খুব তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। পোপ তার সফরে সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তিদের সঙ্গে বৈঠক করে সেখানকার খ্রিস্টানদের অবস্থার কথা তুলবেন।

শনিবার (০৬ মার্চ) শিয়া ধর্মীয় নেতা সিস্তানির বাড়িতে গিয়ে তার সঙ্গে ৫৫ মিনিটের বৈঠক করেন ফ্রান্সিস। নাজাফের সরু গলিতে অবস্থিত ওই বাড়িতে কয়েক দশক ধরে ভাড়া থাকছেন সিস্তানি। ইরাক ও বিশ্বের বিভিন্ন দেশের শিয়াপন্থীদের কাছে তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। রাজনীতিতেও তার প্রভাব ব্যাপক।

বৈঠক শেষে হযরত ইব্রাহিম (আ.) এর জন্মস্থান প্রাচীন উর শহরের ধ্বংসাবশেষ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা করেন পোপ। বাগদাদে ফেরার পর চালডিয়ান ক্যাথেড্রাল অব সেন্ট যোসেফে বক্তব্য দেওয়ার কথা তার।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top