ভারতের একাধিক রাজ্যে ভূমিকম্প

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ২১:১২

ছবি:  সংগৃহীত

ভূমিকম্পে বুধবার সকালে ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের আসাম, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের বিভিন্ন অঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। আসামের গুয়াহাটির কাছে সোনিতপুরে ভূপৃষ্ঠ থেকে ২১ দশমিক ৪ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আসামের প্রধান শহর গুয়াহাটি থেকে ১৪০ কিলোমিটার উত্তরে ঢেকিয়াজুলি শহরের কাছে ভূপৃষ্ঠের ৩৪ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পনের উৎপত্তিস্থল।এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার-ইএমএসসি প্রাথমিক তথ্যে জানিয়েছিল ভূকম্পনটি ছিল ৬ দশমিক ২ মাত্রার।

বুধবার(২৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে সোনিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। তারপর ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। এসব এলাকায় কেঁপে ওঠে মাটি। এ ছাড়া মালদা, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর। এ ছাড়া বিহারের একাংশেও এই কম্পনের রেশ পৌঁছেছে বলে জানা গেছে।আসাম রাজ্যের কিছু ভবনের মেঝে ও দেয়ালে ফাটলের সৃষ্টি হয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের ২০ বছর বয়সী প্রকৌশল বিজ্ঞানের শিক্ষার্থী জ্যোতিষ্মান ডেকা বলেন, ‘জীবনে এতটা কম্পন কখনও দেখিনি।’ সাত সকালে ভূকম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে আনন্দবাজারের খবর। বাড়ি-ঘর ও রাস্তাতেও ফাটল ধরেছে বলে জানা গেছে। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে শুধু ভারতে নয়, জানা গেছে এই ভূকম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। রাজধানী ঢাকাসহ একাধিক স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর আফটার শকের আতঙ্কে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ একাধিক জায়গায় মানুষ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ে। জানা গেছে প্রথম কম্পনের পর স্থানীয় সময় ৮টা ৪ মিনিটে আরও একবার কেঁপে ওঠে আসাম।ভূমিকম্প প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘আসামে বড়সড় ভূমিকম্প হয়েছে। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। সব জেলা থেকে আপডেট নিচ্ছি আমি।’ তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পরিস্থিতির বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, ভারতের উত্তরপূর্বাঞ্চলের কিছু এলাকাসহ প্রতিবেশী দেশ ভুটানের শতশত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদে গিয়ে দাঁড়ায়। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি পরিমাপ করে দেখছে বলে জানিয়েছে ভারতের জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top