৯০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২১, ১৮:৫৮

 ৯০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

ইসরায়েলি বোমা হামলা ১১ দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কার্যালয়ের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

বাস্তুচ্যুতদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির আওতাভুক্ত আশপাশের ৫৮টি স্কুলে। অনেকে আশ্রয় নিয়েছেন আগে থেকেই বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর সঙ্গে। বাস্তুচ্যুতদের সাহায্য ও গাজার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে অবিলম্বে ৭০ লাখ ডলারের আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা থেকে যুদ্ধের ইতি টেনেছে হামাস ও ইসরায়েল। অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি হামাস ও নেতানিয়াহু প্রশাসন। ১০ মে শুরু হওয়া এ সংঘাতে নিহত হয়েছেন মোট ২৩২ জন ফিলিস্তিনি। নিহতের তালিকায় রয়েছে ৬৫ শিশুও।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top