ইয়েলো ফাঙ্গাসের উপসর্গ ও প্রতিরোধ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২১, ০৪:৩০

 ইয়েলো ফাঙ্গাসের উপসর্গ ও প্রতিরোধ

করোনাভাইরাসে যখন বিধ্বস্ত ভারত, তখন নতুন করে এল ইয়েলো ফাঙ্গাস। সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই দুই ধরনের রোগ নিয়ে উদ্বেগের মধ্যেই দেশটির চিকিৎসকদের নতুন করে চিন্তায় ফেলেছে ইয়েলো ফাঙ্গাস।

পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই এই ছত্রাক শরীরে বাসা বাঁধছে বলে মত বিশেষজ্ঞদের। বাসি খাবার-দাবার খাওয়াও এই সংক্রমণের অন্যতম কারণ। এছাড়া, অত্যন্ত বেশি আর্দ্র পরিবেশে থাকলেও এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়তে পারে।

ইয়েলো ফাঙ্গাসের উপসর্গ -

  • ওজন কমে যাওয়া
  • ক্লান্তিভাব
  • ক্ষুধা না পাওয়ার
  • সংক্রমণ বাড়তে থাকলে রোগীর দেহে পুঁজ ফেটে যাওয়া
  • ক্ষত থাকলে তা না সারা বা শুকাতেও সময় লাগে
  • চোখ বসে যাওয়া
  • দেহে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পচন ধরা

এই ভয়াবহ রোগ থেকে বাঁচতে চিকিৎসকরা যেসব পরামর্শ দিচ্ছেন সেগুলো হচ্ছে -

  • নিজের রুম, বাসা-বাড়ি এবং বাড়ির আশেপাশের জায়গা যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে।
  • বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • ঘরের আদ্রতা যেন বজায় থাকে সেদিকে নজর দিতে হবে। কোভিড-১৯ আক্রান্ত রোগীর ঘর যেমন পরিষ্কার রাখা জরুরি একইভাবে ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত রোগীর ঘরেও পর্যাপ্ত বাতাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি।
  • করোনায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা উচিত যেন ইয়েলো ফাঙ্গাসের মতো জটিলতা সৃষ্টি হতে না পারে। সাধারণত করোনায় আক্রান্ত বা এ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের বিভিন্ন ধরনের ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাই এ ধরনের লোকজনের স্বাস্থ্যের বিষয়ে শুরু থেকেই সতর্ক থাকতে হবে।

ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ দেহের ভেতরে প্রভাব বিস্তার করে বলে চিকিৎসকরা একে ব্ল্যাক বা হোয়াইট ফাঙ্গাসের তুলনায় ক্ষতিকর বলে দাবি করছেন। এ ফাঙ্গাসের উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা উচিত বলে পরামর্শ দিয়েছেন তারা।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top