৪৪ দিনের সেই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ হাজার সৈন্য
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২১, ১৭:৪৫
![৪৪ দিনের সেই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ হাজার সৈন্য](https://www.newsflash71.com/uploads/shares/Fight-Newsflash71-2021-06-04-09-45-43.jpg)
নাগোর্নো-কারাবাখ নিয়ে গেল বছরের সেপ্টেম্বরে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল আজারবাইজান। ৪৪ দিনব্যাপী চলা সেই যুদ্ধ নভেম্বরের ১০ তারিখ রাশিয়ার মধ্যস্থতায় থামে। আজারবাইজান ফিরে পায় তাদের প্রার্থিত নাগোর্নো-কারাবাখ। কিন্তু এর বিনিময়ে তাদের ২ হাজার ৯০০ জন সৈন্যকে প্রাণ দিতে হয়েছে।
বুধবার (২ জুন) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে। এদিন ৪৪ দিনের যুদ্ধে (২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ১০ নভেম্বর ২০২০) যে ২ হাজার ৯০০ জন সৈন্য প্রাণ হারিয়েছেন তাদের নাম, ডাকনাম, জন্ম তারিখ, র্যাঙ্ক, ব্যাজসহ বিস্তারিত তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
পাশাপাশি যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের তালিকাও প্রকাশ করছে তারা। আর তাদের খুঁজে বের করার প্রক্রিয়া অব্যহত থাকবে বলেও জানিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।