৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১৮:৩৬

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে প্রতি বছরই পেরুতে প্রায় ডজনখানেক ভূমিকম্প আঘাত হানে। তারই প্রদর্শনী হিসেবে বুধবার পেরুর রাজধানী লিমা এবং কেন্দ্রীয় উপকূলীয় শহরে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। তবে ভূমিকম্প থেকে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় মধ্যরাত ২ টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র মালা থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং লিমা থেকে প্রায় ১শ কিলোমিটার দক্ষিণে ছিল। পেরুর ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বুধবার আঘাত হানা ভূমিকম্পটির ৬ মাত্রার ছিল। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৮ মাত্রার ছিল।

পেরুর ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূকম্পটির গভীরতা ছিল ৩২ কিলোমিটার। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পেরুর বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top