বিনিয়োগের অভাবে বাড়তে পারে তেলের দাম
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ জুন ২০২১, ০১:০৭
প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে তেলের সরবরাহ কমে যেতে পারে। এতে করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করেছে বিশ্বের কয়েকটি বড় তেল কোম্পানির প্রধানরা।
বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি রয়্যাল ডাচ শেল এবং টোটাল এনার্জি ধারণা করছে যে, অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি ১শ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে অস্থিতিশীল বাজার পরবর্তীতে আবার নিচে নেমে আসতে পারে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি এবং টিকাদান কর্মসূচির কারণে এ বছর তেলের দাম শতকরা ৪৪ ভাগ বেড়েছে। মঙ্গলবার নিউইয়র্কে স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে বেঞ্চমার্ক বেন্ট ক্রুড প্রতি ব্যারেল তেল বিক্রি করেছে ৭৪ দশমিক ৯০ ডলারে।
মহামারির কারণে ২০২০ সালে আন্তর্জাতিক তেলের বাজার ইতিহাসের সবচেয়ে অস্থিতিশীলতার মধ্যদিয়ে পার করেছে। তবে ইউরোপ-আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোতে আবার কর্ম তৎপরতা বাড়ছে এবং অর্থনীতি সচল হচ্ছে। ফলে তেলের ব্যবহার বাড়ছে তবে সেই পরিমাণে সরবরাহ না দিতে পারলে তেলের দাম অনিবার্যভাবেই বাড়বে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: তেল আন্তর্জাতিক বাজার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।