কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টারে হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২১, ২৩:০০

কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টারে হামলা

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দ্যুককে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, প্রেসিডেন্ট দ্যুক ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো, স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল প্যালাসিয়োস এবং নরতে দে সানটান্দার গভর্নর সিলভানো সেরানানোসহ অন্যান্য কর্মকর্তারা হেলিকপ্টারটিতে ছিলেন।

হেলিকপ্টারটি দেশের ক্যাটাতম্বোর অঞ্চল দিয়ে নরতে দে সানটান্দার প্রদেশের রাজধানী কুকুটা শহরের দিকে যাচ্ছিল। রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, গুলি হেলিকপ্টারের প্রধান দরজা ও পেছনের লেজের দিক ছুঁয়ে চলে গেছে ।

প্রেসিডেন্ট দ্যুক একে ‘কাপুরুষোচিত আক্রমণ’ আখ্যা দিয়ে হামলার পেছনে জড়িতদের আটকের নির্দেশ দিয়েছেন । তিনি বলেছেন, ‘আমরা হাল ছাড়ব না। মাদক পাচার, সন্ত্রাসবাদ এবং দেশে পরিচালিত সংগঠিত অপরাধগুলোর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। তারা সহিংসতা করে আমাদের ভয় দেখাতে পারবে না। কলম্বিয়া এই হুমকি মোকাবেলায় শক্তিশালী।’


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top