ইইউর বিপক্ষে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ জুলাই ২০২১, ২০:৫২

ইইউর বিপক্ষে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত

কোনো ভারতীয় টিকার সার্টিফিকেটেই এখনো অনুমোদন দেয়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যার জেরে টিকা নেওয়া সত্ত্বেও ইইউভুক্ত দেশে যেতে সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় নাগরিকদের। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ চাপ বাড়তে থাকায় এবার ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে নয়াদিল্লি।

সূত্রের খবর, ভারতের টিকায় শীঘ্রই ছাড়পত্র দেওয়া না হলে ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত টিকার প্রশংসাপত্রও ভারতে গ্রহণযোগ্য হবে না। বিষয়টি ইইউকে জানিয়ে দিয়ে এই নিয়ম চালু করার পথে হাঁটছে ভারত। সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশসমূহের নাগরিকরা ভারতে এলে বাধ্যতামূলক তাঁদের কোয়ারেন্টাইনে যেতে হবে।

ভারতীয় নাগরিকদের এখন মূলত দুটি টিকাই দেওয়া হচ্ছে। একটি হলো সেরামের তৈরি কোভিশিল্ড এবং অন্যটি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। ইইউ যে কয়টি টিকায় অনুমোদন দিয়েছে, তার মধ্যে অ্যাস্ট্রাজেনেকা থাকলেও কেন কোভিশিল্ডকে ছাড়পত্র দেওয়া হলো না তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এছাড়া ওই তালিকায় রয়েছে ফাইজার, মডার্না এবং জনসেনের টিকা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top