• ** জাতীয় ** নারীকে প্রধান বিচারপতি করার আফসোসটা থেকে গেল : প্রধানমন্ত্রী ** রওশনপন্থীদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, ‘চ্যাপ্টার ক্লোজড’: জাপা মহাসচিব ** নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৭ ** সারাদেশ ** পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ** ‘মায়ের ডাক’ শাহবাগে না পেরে প্রেসক্লাবে করল সমাবেশ ** সারাবিশ্ব ** ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ** আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** সব খবর পেতে লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মিয়ানমারে ২৩ সেনার আত্মসমর্পণ প্রতিরোধ বাহিনীর কাছে

ফারহানা মির্জা | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩ ০৯:২৮

ছবি : সংগৃহীত

মিয়ানমারের মন রাজ্যে যৌথ প্রতিরোধ বাহিনীর সঙ্গে লড়াইয়ে পরাজিত হওয়ার পর মিয়ানমারের ২৩ সেনাসদস্য করেছেন আত্মসমর্পণ । দেশটির বিপ্লবী সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।গেলো মঙ্গলবার (১৪ নভেম্বর) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি হতে এ খবর জানা যায়।

খবরে বলা হয়েছে, গেলো সোমবার মন রাজ্যের কায়িকমায়াউ টাউনশিপে এ সংঘর্ষ হয়। এনইউজির নিয়ন্ত্রণে থাকা পিপলস ডিফেন্স ফোর্সেস সেনা ফাঁড়িতে আক্রমণ করে। তাদের সঙ্গে ছিল কারেন লিবারেশন আর্মি (কেএনএলএ)। ১০ নভেম্বর থেকে চাউং হনা খওয়া গ্রামে আত্রান সেতুর সামরিক ফাঁড়ি দখলের চেষ্টা করে আসছিল এই যৌথ বাহিনী।

এতে আরো বলা হয়েছে, গ্রামের জান্তা নিয়ন্ত্রিত পুলিশ স্টেশন দখলের পর প্রতিরোধগোষ্ঠী সোমবার সেতুতে সামরিক ফাঁড়ি দখলে সক্ষম হয়।

এনইউজির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সেনাবাহিনীর ২২তম ডিভিশনের ৫০ জনের মধ্যে ২৩ জন সেনাসদস্য আত্মসমর্পণ করেছেন। লড়াইয়ে নিহত হয়েছেন আরো ১৪ জন সেনাসদস্য। নিহতদের মধ্যে একজন ব্যাটালিয়ন কমান্ডার রয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো আট সেনা কর্মকর্তা।

এদিকে দেশটির রাখাইন রাজ্যের সিটওয়ে শহরে কারফিউ জারি করেছে জান্তা সরকার। সেনাবাহিনী ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নিয়েছে জান্তা সরকার।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top