যুক্তরাষ্ট্রে করোনা রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৮:১৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে যুক্তরাষ্ট্রে। নতুন করে কোভিড-১৯ সংক্রমণের ঢেউ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে দেশটির হাসপাতালগুলোর স্বাস্থ্য কর্মীদের।

সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে প্রায় ৫৯ হাজারের অধিক রোগী চিকিৎসাধীন ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির হিসাবে, যুক্তরাষ্ট্রে গত ৩০ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বেড়ে এখন ৫৮ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এর আগে কখনো এতো বিপুল সংখ্যক কোভিড-১৯ রোগী একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন না।

সর্বশেষ গত ২২ জুলাই ৫৮ হাজার ৩৭০ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত বিশ্বে যে ৫ কোটি ৯ লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে তার প্রায় ২০ শতাংশই যুক্তরাষ্ট্রের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top