ওয়াশিংটন ডিসিতে ব্যস্ততা শুরু বাইডেনের
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ০২:৩৬
নিজ রাজ্য দেলাওয়েরের নিউ ক্যাসল থেকে বিশেষ বিমানে ওয়াশিংটনে আসেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের শপথ এবং অভিষেককে ঘিরে ব্যপক প্রস্তুতি নেয় মার্কিন প্রশাসন। কারণ অন্য প্রেসিডেন্টের তুলনায় বাইডেনের প্রেক্ষাপট ভিন্ন।
৬ জানুয়ারি, ক্যাপিটলে ট্রাম্প সমর্থদের তান্ডবের কারণে বিশেষ নিরাপত্তা নেয়া হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর কঠোর নজদারিতে রয়েছে গোটা আমেরিকা।
এত কঠোরতার মাঝেও চাপা আনন্দ ছিলো সবার মাঝে। তাই বাইডেন সমর্থকের সাথে সেলফি তুলতে ভুল করেননি কর্তব্যরত সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার জো বাইডেনের শপথকে ঘিরে রংবেরং এর পতাকা দিয়ে সাজান হয় হোয়াইট হাউস এলাকা।
বুধবার সন্ধ্যায় করোনা মহামারীতে প্রাণ হারানো চার লাখ আমেরিকানকে স্মরণ করেন জো বাইডেন। লিংকন মেমরিয়ালে আয়োজিত স্মরণ সভায় তার সাথে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এ সময় নিজের বেদনা বিধুর স্মৃতিও তুলে ধরেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। প্রথম স্ত্রী ও কন্যার গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া এবং ক্যান্সারে ৪৬ বছর বয়সী ছেলের মারা যাওয়ার কথাও স্মরণ করেন তিনি। নিজের বক্তব্যে মার্কিনীদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বাইডেন।
এদিকে মেয়াদের শেষ ক্ষণগুলি হোয়াইট হাউসেই কাটান বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসি লিংকন মেমোরিয়াল Joe Biden US 46th President President Joe Biden Washington DC Lincoln Memorial
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।