দায়িত্ব নিয়েই মুসলিম নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ২১:২৯
অবশেষে ট্রাম্পের বিতর্কিত মুসলিম নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহনের কয়েক ঘন্টার মধ্যেই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে অন্যতম হলো মুসলিম নিষেধাজ্ঞা প্রত্যাহার।
২০১৭ সালে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় ছিল ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি ট্রাম্পের বেশ কয়েকটি আদেশের পুরোপুরি বিপরীত সিদ্ধান্ত নেন জো বাইডেন। বাতিল করেন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মান প্রকল্প, যেখানে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি করোনা মহামারী ইস্যুতে চীন সম্পর্কের রেশ ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি। জলবায়ু তহবিল থেকেও আমেরিকাকে গুটিয়ে নেন ট্রাম্প। বলতে গেলে, বিশ্ব থেকে অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেনের আদেশের ফলে বাতিল হয়ে যাবে ট্রাম্পের এসব উদ্যোগ।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আদেশ জারি Joe Biden US President USA President President Joe Biden Donald Trump
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।