হোয়াইট হাউস ছাড়তে চান মেলানিয়ার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৬:১০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আর মাত্র ৪০ দিন পরেই আনুষ্ঠানিক ভাবে আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসবেন জো বাইডেন। এরই মধ্যে হোয়াইট হাউস ছেড়ে ‘ঘরে’ ফিরতে চান মেলানিয়া। তবে ট্রাম্পের আইনি লড়াই নিয়েও তার কোনো আগ্রহ নেই। এদিকে নিজের হার স্বীকার করতে রাজি নন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে,ফার্স্ট লেডি মেলানিয়া হোয়াইট হাউস ছাড়ার মানসিক প্রস্তুতি নিয়েছেন। এজন্য নিজের পাওনা বুঝে নিতেও শুরু করেছেন। ট্রাম্প হেরে গেলে মেলানিয়া বিচ্ছেদ চাইবেন বলে যে জল্পনা শুরু হয়েছিল- সে পথে আপাতত হাঁটছেন না। উল্টে মেলানিয়া পরবর্তী জীবনের হিসেব কষছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হোয়াইট হাউজ ছাড়ার পর কতজন কর্মচারী তার সঙ্গে থাকবেন এসব নিয়ে ভাবছেন তিনি। আর হোয়াইট হাউস ছাড়ার আগে নিজের যাবতীয় কাজ সেরে রাখছেন।

প্রসঙ্গত,মেলানিয়া ক’দিন আগেই বড়দিনের জন্য হোয়াইট হাউস সাজানোসহ রোজ গার্ডেনে নতুন শিল্প-কীর্তির উন্মোচনও করেছেন। ভবিষ্যতে একটি বই প্রকাশের ইচ্ছেও আছে তার। তবে ২০২৪ এ ট্রাম্প ফের প্রেসিডেন্টের দৌড়ে নাম লেখালে মেলানিয়া তার সঙ্গে থাকবেন কি না- সে নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

এনএফ৭১/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top