আনিস ফারদীনের কবিতা ‘বৈশাখের বৃষ্টি’
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ মে ২০২২, ০২:১৬

আনিস ফারদীনের কবিতা ‘বৈশাখের বৃষ্টি’
বাতাস বইতে শুরু করে
হঠাৎ আকাশ হয়ে যায়
কালো
রেগে যেন ফঁৎকার দেয়
জগৎজুড়ে ।
বাতাসের তীব্রতা বাড়ে
ক্রমশ
বিজলি চমকায়, হঠাৎ
শুরু হয় ঝুমবৃষ্টি
যেন রেগে মেঘেরা নামে
ভূমিতে ।
ঝরঝর ঝরে যায়
বৃষ্টির কণা
সাদাভ শিলায় একাকার
হয় টিনের চাল,
চৌকাঠ, মাঠ-ঘাট আর
প্রান্তর ।
পাখিরা ঝুম ভিজে নীড়ে
ফিরে
মাঝি-মাল্লা পাল তৌলা
নৌকা ভিড়ায় ঘাটে
বাতাসের তালে তালে
দোলে শাখেরা।
কৃষক কাকভেজা হয়ে
বাড়ির পানে দৌড়ায়
কৃষাণী ধান, মরিচ কিংবা
ফলানো শস্য ঘরে নিতে
হতোদ্যম-
বৈশাখের বৃষ্টি যে তেড়ে-
ফুঁড়ে আসে ।
মিষ্টি বাতাসে শরীর
এলিয়ে দেয় মানুষ
বৃষ্টি ঝরে আনমনে,
স্বেচ্ছায়-
সাথে নিয়ে আসে
রাজ্যের স্বস্তি ।
সূত্র: আনিস ফারদীনের টাইমলাইন থেকে
বিষয়: আনিস ফারদীন বৈশাখের বৃষ্টি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।