শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কবিতা

মুগ্ধতার বাতায়ন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩, ০৫:৩২

কবিতা ‘মুগ্ধতার বাতায়ন’

মুগ্ধতার বাতায়ন

লেখক: আনিস ফারদীন

 

তোমাতেই যেন মুগ্ধ হই বারংবার
পাতা ঝরা শিশিরের ঝলমলে স্নিগ্ধ সকাল;
স্নিগ্ধ নিয়ন আলোর মন মাতানো বিকেল
কিংবা পিনপতন নিরবতার ঘুম ঘুম পৃথিবীতে
আমি হারিয়ে যাই অকপটে।

হৃদয় বাতায়নের সিগনালে ধরা দেয় উল্লাস
অলিন্দ-নিলয়ের প্রতি কোষে বাজে পূর্ণতার ঘন্টা
তোমার অকৃত্রিম চাহনীতে ভালোবাসায় পূর্ণ বাতায়ন
কাছে ডাকে নতুনে, দ্বিধাহীন বাহু করে নেয় আপন
প্রচ্ছন ঘ্রাণে এ যেন হৃদয় শীতল সপ্নিল আবাহন।
পাওয়ার আগমনী গান বাজে মরমে, উল্লাসে মাতে স্নায়ু
আমার মায়াবী সময়গুলো থমকে দাঁড়ায় তোমাতে
যেন যুগ যুগ চলে যায় তবুও আমরা এক সীমানায়
হাতে হাত, চোখে চোখ আর ঠোটে ঠোট রাখার চুক্তি
এ যেন শত জন্মের আরাধ্য এক অকৃত্রিম অন্তর্জাল।

সূত্র: লেখকের ফেসবুক থেকে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top