শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কবিতা

গল্প স্বপ্ন অঙ্ক মোহ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩, ১০:৩২

গল্প স্বপ্ন অঙ্ক মোহ

গল্প স্বপ্ন অঙ্ক মোহ
পূর্নব্রত ভট্টাচার্য্য

এক গল্প আমার জীবন
সুখ দুঃখ কান্না হাসির
মায়া কুঞ্জ ভুবন ।
এক স্বপ্ন আমার জীবন
দিনরাত্রি জাগরনের
মিষ্টি সূচিকরণ ।
এক অঙ্ক আমার জীবন
ওঠানামা যোগ বিয়োগের
সূক্ষ্ম সমীকরণ ।
এক মোহ আমার জীবন
রূপকথা আর মায়াজালের
অমোঘ বশীকরণ ।
এক প্রশ্ন আমার জীবন
গল্প স্বপ্ন অঙ্ক মোহ ,
কি বেঁচে থাকার কারণ ?
গল্পে তুমি খুঁজে পাবে
নিজের জীবনযাত্রা
স্বপ্নে তুমি খুঁজে পাবে
আগমনীর বার্তা ।
অঙ্কে তুমি খুঁজে পাবে
জীবন কত দামি
মোহে তুমি খুঁজে পাবে
জীবন হারালে কতখানি ।
এবার বল জীবন তুমি
প্রশ্ন করবে কারে
হারিয়ে যাবে উত্তর তোমার
এই প্রশ্নের সমাহারে ।

সূত্র: লেখকের ফেসবুক থেকে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top