আফগানিস্তানে ১ বিলিয়ন ডলার মানবিক সাহায্য দেবে দাতারা

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৯

শরণার্থী ক্যাম্পের বাইরে খেলছে কাবুলের বাস্তুচ্যুত শিশুরা

যুদ্ধ বিধ্বস্ত আফগান নাগরিকদের জন্য এক বিলিয়ন মার্কিন ডলার মানবিক সাহায্য করার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা। বাংলাদেশি অর্থে যার মূল্য প্রায় ৮ হাজার ৫’শ কোটি টাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের আহবানে সাড়া দিয়ে এমন সাহায্য দেয়ার অঙ্গীকার করলো তারা।

আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে জাতিসংঘ মহাসচিবে আহবানে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধি। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন অ্যান্তেনিও গুতেরেস। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জেনেভায় অনুষ্ঠিত এ বৈঠকে মানবিক সাহায্যের সাড়া পাওয়ায় জাতিসংঘ মহাসচিব ছিলে  উচ্ছসিত। তবে তিনি জানান, ‘এখন পর্যন্ত জাতিসংঘ সিদ্ধান্ত নেয় নি আফগানিস্তানের মানবিক সাহায্যে কত অর্থ খরচ করবে।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top