ইরাকে কুর্দিস্তানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৫

মার্কিন মদদপুষ্ট ইরাকের কুর্দিস্তান বাহিনী

গোলযোগপূর্ণ ইরাকে কুর্দিস্তানে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেবে ইরানের সামরিক বাহিনী। এমন ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক বাহিনী চিফ অব স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।

১৯ সেপ্টেম্বর রোববার, ইরানের রাজধানী তেহরানে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাকেরি বলেন, কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা ইরাকের অঞ্চলিক সরকারকে সহযোগিতা করছে না। বরং মার্কিন মদদে দিন দিন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে তারা।

মোহাম্মদ বাকেরির বরাত দিয়ে ইরানের পার্সটুডে জানায়, ইরাকের কুর্দিস্তান এলাকায় বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসীদের তৎপরতা অব্যাহত থাকলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে ইরানের সামরিক বাহিনী।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top