হুতি দখলের পথে ইয়েমেনের গোটা মা’রিব
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৫
ধীরে ধীরে হুতি যোদ্ধাদের হাতে চলে যাচ্ছে ইয়েমেনের তেল সমৃদ্ধ মা’রিব প্রদেশ। সম্প্রতি তারা নিজেদের দখলে নিলো ইয়েমেনের মা’রিব প্রদেশের উত্তর-পশ্চিমে ওয়াদি নাখালা এলাকা।
ইয়েমেনে বিভিন্ন মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা পার্সটুডে জানায়, ওয়াদি নাখালা এলাকা দখলের আগে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সাথে হুতি যোদ্ধাদের প্রচন্ড সংঘর্ষ হয়। এখন সম্ভাব্য পাল্টা হামলা প্রতিরোধে মা’রিব প্রদেশের ওয়াদি নাখালা এবং আশেপাশে কৌশলগত এলাকায় নিজেদের অবস্থান শক্ত করছে হুতি যোদ্ধারা।
গেল ১৭ই সেপ্টেম্বের শুক্রবার, ইয়েমেন হুতি যোদ্ধাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি জানিয়েছিলেন, তাদের বাহিনী দেশটির মা’রিব প্রদেশের প্রায় ১ হাজার ৬’শ বর্গ কিলোমিটার এলাকা শত্রু মুক্ত করেছে। ওই অভিযানে সৌদি নেতৃত্বাধী বাহিনীর বহু সৈন্য হতাহত হয়।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।