নারী কর্মীর সংখ্যা বাড়ছে কাবুল বিমানবন্দরে

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০

কাবুল বিমানবন্দরে কর্মরত নারী কর্মী

প্রায় তিন সপ্তাহ পরে সচল কাবুল বিমানবন্দরে কাজে যোগ দেয়া নারী কর্মীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে কাজে ফিরেছেন ৩০ নারী। অল্প কিছু দিনের মধ্যে কাজে যোগ দেয়া নারীর সংখ্যা বেড়ে ৬০ জন হবে বলে আশা করেছেন, কাবুল বিমানবন্দরের প্রধান মৌলভী আব্দুল হামিদ হামাদান।

তিনি বলেন, এসব নারী বিমানবন্দরের বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন। কাবুল বিমানবন্দরের প্রধান জানান, সব সরকারী কর্মকর্তা-কর্মচারীকে কাজে ফিরে আসার আহবান জানিয়েছে তালেবান। কাবুল বিমানবন্দরে কর্মরত সবার ক্ষেত্রে এই আহবান প্রযোজ্য।

তবে, তালেবানের কথার সাথে কাজের মিল নেই বলে অভিযোগ করেন আফগানিস্তানে জাতিসংঘের নারী বিষয়ক মুখপাত্র অ্যালিসন ডাভিডিয়ান। আগের মত এবারও ক্ষমতায় এসে নারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে তালেবান।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top