আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি: কাদের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১৪:৫৯
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবারের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ।
বিএনপি জানে জনগণের ভোটে তারা জিততে পারবে না উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, তারা নির্বাচনে অংশ নেবে, প্রচারণাও চালাবে কিন্তু নির্বাচনের সময় এজেন্ট দেবে না। তাদের কৌশল নির্বাচনকে বিতর্কিত করা।
উপনির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তবে পুরনো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটানো হয়েছে। আগে যারা আগুন সন্ত্রাস চালাতো তারাই আবার আগুন সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
এ সময় বিএনপিকে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
ঢাকা-১৮ আসনে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না। কিন্তু এজেন্ট বের করে দেবার মিথ্যা অভিযোগ করেছে বিএনপি।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।