ধর্ষকরা পশুর চেয়েও নিকৃষ্ট: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১৫:৩৮

নিজস্ব প্রতিবেদক:

ধর্ষকরা পশুর চেয়েও নিকৃষ্ট তাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার(১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

চলতি বছর কয়েক দফা বন্যা আর প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার পর করোনা মহামারির মধ্যেই পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষ্যে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দুর্যোগ মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা অতীতে দুর্যোগ থেকে জনগণকে রক্ষা করতে পারেনি।

প্রকৃতিক ভারসাম্য রক্ষা করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।

এছাড়া যে কোন দুর্যোগ মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গিকারও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top