টালবাহানার প্রয়োজন নেই, সময় হলেই নির্বাচন: কাদের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১৭:৪৯
নিজস্ব প্রতিবেদক:
মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মধ্যবর্তী নির্বাচনের দাবিকে নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি মহল মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে। সরকার পরিবর্তন চাইলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। জনগণ চাইলে আমরা আবার আসবো, আর না চাইলে সরে দাঁড়াবো।’
সেতুমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে নয়, দেশের উন্নয়নের মাধ্যমেই মানুষের মন জয় করতে চায় আওয়ামী লীগ। তাই মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী কোনো টালবাহানার প্রয়োজন নেই।
তিনি বলেন, ‘যারা জনগণের কাছে যাওয়ার সাহস পায় না, ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে, দেশের ইমেজ নষ্ট করে, তাদের সম্পর্কে জনগণ সতর্ক রয়েছে, জনগণ এসবে এখন আর বিশ্বাস করে না।’
কাদের বলেন, ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। তাই আসন্ন শীতে সম্ভাব্য ঝুঁকি রোধে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।