বাইডেনের বিজয়ের খবরে বরিশালে ভূরিভোজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১৯:৪৭

বরিশাল থেকে:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকার খবরে বরিশালের গৌরনদীতে আয়োজন করা হয়েছে ভূরিভোজের।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। ভূরিভোজে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ প্রায় দেড় শতাধিক সুধীজন অংশ নেন।

সমিতির সভাপতি আবুল কালাম সরদার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সকলের একজন অপছন্দের লোক, তিনি বিশ্বের শান্তি বিনষ্ট করেছেন। বিভিন্নভাবে দাঙ্গাহাঙ্গামার সৃষ্টি করেছেন। তাকে বিদায় করা উচিত। ‘আমেরিকার জনগন তাই করেছে। নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় আমরা মনের আনন্দে এই ভূরিভোজের আয়োজন করেছি।’

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, ট্রাম্প হেরে যাওয়ার খুশিতে ব্যবসায়ীরা ভূরিভোজ করেছে, এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে যেন আইন-শৃঙ্খলার আবনতি না হয় সেদিকে পুলিশের নজরদারি ছিল।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top