শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে ফেনসিডিল-বিয়ার জব্দ

বরিশাল থেকে | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ১৮:০০

জব্দ ফেনসিডিল-বিয়ার

বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা সংলগ্ন কালাবদর নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ফেনসিডিল ও বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।

বরিশাল স্টেশন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়াগামী এমএল সোহাগী লঞ্চে অভিযান চালিয়ে লঞ্চের ইঞ্জিন রুমের সামনে থাকা একটি ককসিট বক্সে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।

তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিফ পেটি অফিসার জমির হোসেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top