বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বরিশাল থেকে | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২১, ২২:২৮
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় অপর ২ ট্রাকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম শনিবার (৬ ফেব্রুয়ারি)সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহতরা হলেন- ট্রাকচালক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরতলা গ্রামের মো. আক্তার ও বরিশাল সদরের উত্তর চরজাগুয়া এলাকার মো. রাসেল এবং চালকের সহকারী পিরোজপুরের মঠবাড়িয়ার সোহান।
ওসি জানান, বরিশালগামী এক ট্রাক গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় বিকল হয়ে যায়। খবর পেয়ে ওই ট্রাক চালকের ঘনিষ্ট বরিশালগামী আরেক ট্রাকচালক সেখানে গাড়ি থামিয়ে বিকল ট্রাকের খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি কাভার্ডভ্যান বিকল ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই দুই ট্রাকের চালক এবং এক ট্রাকের চালকের সহকারী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যান ৩ টি আটক করেছে পুলিশ। তবে কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলার প্রক্রিয়া চলছে। তাদের মামলা তদন্ত করে থানা পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।