বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আমতলীতে যুবলীগের বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৪:৩২
বরগুনা থেকে:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আমতলী উপজেলা আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের মেয়র মার্কেট হতে বিক্ষোভ মিছিল বের করে।
পরে মিছিলটি শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ অফিসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী যুবলীগ। সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন আমতলী যুবলীগের সিনিয়র নেতা সাইফুল ইসলাম বাদল, মাহবুবুর রহমান, সৈয়দ মোঃ নাজমুল হক, আবুল কালাম আজাদ, নিয়াজ মোর্শেদ ইমন, জুয়েল আকন, এবং মাহবুবসহ বিভিন্ন নেতাকর্মী।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।