রাতের অন্ধকারে সংস্কারের মাস্টারপ্ল্যান করলে জনগণ মানবে না: রিজভী
Nasir Uddin | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯
সবকিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টারপ্ল্যান করলে, তা দেশের জনগণ মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, অন্তর্বর্তী সরকার আর যাই করুক, তা অন্তত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না।
রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি, এ সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না। এ সরকার মানুষের কাছে আরও বেশি প্রসারিত হতো, যদি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতো। সরকারের কেউ কেউ বলছেন এত তাড়া কীসের।
এ সময় তিনি বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিলো দেশের জনগণের। কিন্তু কোনো কোনো উপদেষ্টা বলছে নির্বাচনের এতো তাড়া কেনো? মূলত, দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে, জনগণের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
রুহুল কবির রিজভী বলেন, সংস্কার কোনো বড় বিষয় না। ঊর্ধ্বতন কেউ বা নির্বাহী আদেশের অবৈধ নির্দেশকে না বলাই বড় সংস্কার।
ইভিএম নিয়ে ইসি ও সংস্কার কমিশনের অবস্থান একই: বদিউলইভিএম নিয়ে ইসি ও সংস্কার কমিশনের অবস্থান একই: বদিউল
প্রশাসনের সমন্বয় ঠিকমতো না হওয়ার কারণে এখনও দেশের আইনশৃঙ্খলা ঠিক হয়নি এমন অভিযোগ করে রিজভী বলেন, শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কোনে বিকল্প নেই।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।