ভোটাধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল

Nasir Uddin | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্যি সত্যি পরিবর্তন চাইলে, আবারও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকারের জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য এবং সামাজিক মর্যাদা পাওয়ার জন্য।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে কিছু কিছু মানুষ এখন বিভিন্ন ধরনের কথা বলছে। বিশেষ করে যারা সরকারের দায়িত্বশীল জায়গায় আছেন, ভুল কথা ও উত্তেজনামূলক কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছরে আমরা অনেক রক্ত দিয়েছি, কষ্টও করেছি। এখন শান্তি চাই। শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সরকার ব্যবস্থায় পরিবর্তন আনবে। ঘুষ, দুর্নীতি চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধ করবে। যারা জোর করে দখলবাজি করে, চাঁদাবাজি করে তাদের ছাড় দেয়া হবে না।

বিএনপির মহাসচিব বলেন, আমরা ১৯৭১ সালে যারা যুদ্ধ করেছি আমাদের একটা স্বাধীন দেশ পাবো বলে। পাকিস্তানিরা আমাদের উপর আর অত্যাচার করতে পারবেনা। লক্ষ লক্ষ মানুষ সেখানে শহিদ হয়েছিলো। আমরা হিন্দু মুসলমান ভাইয়েরা ঘরবাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিলাম। আমাদের বাড়িঘর পাক হানাদার বাহিনী লুট করে নিয়ে গিয়েছিলো। এরপর স্বাধীন হলাম যুদ্ধ করে। একটা দেশ পেলাম স্বাধীন বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমাদের আশা ছিলো, ভরসা ছিলো শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদের পাকিস্তান থেকে এসে একটা সুন্দর শান্তির দেশ দিবেন। যেখানে পরস্পর পরস্পরের মধ্যে ভাই ভাই হয়ে বাঁচবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের! আমরা সেটা পাই নাই।

ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে নেতাকে (শেখ মুজিব) এত মানুষ ভালোবাসলো, যে দলটাকে(আওয়ামী লীগ) এত মানুষ ভালোবাসলো, সে দলটাই এ দেশের মানুষের উপরে চড়াও হয়ে গেল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top