খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি

তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন বলে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে। ঢাকায় পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে নিয়ে লন্ডনে যাত্রা করতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে কাতার সরকার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে তারা প্রস্তুত। এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার খালেদা জিয়ার প্রেস উইং জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকরা বর্তমান অবস্থাকে স্থিতিশীল হিসেবে বিবেচনা করছেন।

এরই মধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার চিকিৎসায় থাকা মেডিকেল টিমে যুক্ত হয়েছেন।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তথ্য অনুযায়ী তিনি কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top