মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬০ বছরে পদার্পণ করল: আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মৃতিচারণে উদযাপন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৪১

সংগৃহীত

দেশের পঞ্চম সরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মঙ্গলবার (১৮ নভেম্বর) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে জিরো পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামিম উদ্দিন খান দিবসটি উদ্বোধন করেন। এরপর শোভাযাত্রা শহীদ মিনার, কেন্দ্রীয় গ্রন্থাগার ও জারুলতলা প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। আলোচনা সভায় কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয় এবং জুলাই মাসে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “বিশ্ববিদ্যালয় আজ ৫৪টি বিভাগ নিয়ে এগিয়েছে। তবে মূল মাস্টারপ্ল্যান অনুযায়ী চবি একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল, যা এখনও পূর্ণ হয়নি। আবাসিক হলগুলোতে মাত্র ৬৪০০ শিক্ষার্থীর থাকার সুযোগ থাকলেও বাইরে প্রায় ২২ হাজার শিক্ষার্থী নিরাপদ আবাসনের অভাবে ভুগছেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “দক্ষিণ–পূর্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে চবি ৬০ বছরে পদার্পণ করেছে। নানা সীমাবদ্ধতার কারণে সব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, তবে ভবিষ্যতে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান যোগ করেন, “চবি দেশের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা।”

১৯৬৬ সালের ১৮ নভেম্বর হাটহাজারী, চট্টগ্রামে প্রতিষ্ঠিত চবি বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাসবিশিষ্ট স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পূর্বে বিশ্ববিদ্যালয়টি পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top